বিপিএলের ফাইনালে সর্বোচ্চ রানের রেকর্ডটা করতে পারল না চিটাগং কিংস। তবে ফরচুন বরিশালের সামনে ঠিকই রেকর্ড গড়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বন্দর নগরীর দলটি। পারভেজ হোসেন ইমন ও খাজা নাফির ঝাড়ো ব্যাটিংয়ে বরিশালকে ১৯৫ রানের লক্ষ্য দিয়েছে কিংস বাহিনী।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শিরোপা মঞ্চে টসে জিতে চিটাগংকে ব্যাটে পাঠায় বরিশাল। নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ১৯৪ রানের সংগ্রহ গড়ে চিটাগং।
বিপিএলের ফাইনালে সর্বোচ্চ রানের রেকর্ডটা ২০৬ রানের। ২০১৭ আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১ উইকেটে রেকর্ড সংগ্রহ করেছিল রংপুর রাইডার্স। ৫৭ রানে ম্যাচটিতে জিতেছিল রংপুর। ফাইনালে তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ এটি। দ্বিতীয় সর্বোচ্চ ১৯৯ রান করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০১৯ আসরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। সেবার ১৭ রানে জিতে যায় কুমিল্লা।
অন্যদিকে বিপিএলের ফাইনালে সর্বোচ্চ ১৭৫ রান তাড়ার রেকর্ড আছে। ২০২৩ আসরে সিলেট স্ট্রাইকার্সের ১৭৫ রান ১৯.২ ওভারে তাড়া করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অর্থাৎ, রেকর্ড গড়েই জিততে হবে বরিশালকে।
চিটাগংকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার খাজা নাফি ও পারভেজ হোসেন ইমন। উদ্বোধনী জুটিতে ৭৬ বলে ১২১ রান তোলেন দুজনে। সাতটি চার ও তিনটি ছক্কায় ৪৪ বলে ৬৬ রানে নাফি ফিরে গেলে জুটি ভাঙে। পরে তাণ্ডব চালান ইমন ও গ্রাহাম ক্লার্ক। ১৯.২ ওভারে ১৯১ রানে ক্লার্ক ফিরে যান রান আউট হয়ে। দুটি চার ও তিন ছক্কায় ২৩ বলে ৪৪ রান করেন ক্লার্ক। এক বল পরেই শামীম হোসেন পাটোয়ারী ফিরে যান রানের খাতা খোলার আগেই।
পরে হুসাইন তালাত নিয়ে ইনিংস শেষ করেন ইমন। ছয়টি চার ও চারটি ছক্কায় ৪৯ বলে ৭৮ রান করেন ইমন। তালাত দুই বল মোকাবেলা করলেও কোনো রান নিতে পারেননি।
বরিশালের হয়ে একটি করে উইকেট নেন মোহাম্মদ আলী ও এবাদত হোসেন।









