তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন চিরঞ্জীবী। তবে এই সুপারস্টারের শুরুটা সহজ ছিল না। মধ্যবিত্ত হওয়ায় শুটিং সেটে তাকে অপমানিত হতে হতো। সেই সময়েই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, সুপারস্টার হয়েই দেখাবেন।
সম্প্রতি হায়দরাবাদে তেলেগু ডিজিটাল মিডিয়া ফেডারেশনের এক ইভেন্টের প্রধান অতিথি ছিলেন চিরঞ্জীবী। তার সাথে ছিলেন বিজয় দেবেরাকোন্ডা। সেখানে আলাপচারিতার এক পর্যায়ে তিনি জানান কঠিন দিনগুলোর কথা।
অভিনেতা বলেন, “আমি অনেক জুনিয়র শিল্পী ছাড়াও জগ্যা এবং সারদার মতো বিশিষ্ট অভিনেতার সঙ্গে কাজ করেছি। ন্যায়াম কাভালি সিনেমার সেটে একদিন আমার উপর চিৎকার করা হলো, বলা হলো ‘আপনি কি নিজেকে সুপারস্টার মনে করেন?’ আমি অপমানিত বোধ করেছি। আমার সাথে এভাবে কথা বলা মেনে নিতে পারিনি।”
এরপর তিনি বলেন, ‘মধ্যবিত্ত হওয়ার সেই সময়টাতে আমাকে যেভাবে অপমান করা হয়েছিল, তা জীবনে ভুলবো না। আমি ঠিক করে ফেলেছিলাম আমি সুপারস্টার হয়ে দেখাবো। আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য সেই ঘটনাটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করেছি। আমি জানি এই পর্যায়ে আসতে আমার কতটা পরিশ্রম করতে হয়েছে।’
বিজয়ের প্রশংসা করে চিরঞ্জীবী বলেন, ‘অর্জুন রেড্ডির প্রমোশনে প্রথম দেখেছি আপনাকে। আপনার লুক ভালো লেগেছে। এটা কখনই হারাতে দেবেন না। এই ব্যক্তিত্বটাকেও বাঁচিয়ে রাখবেন। এটা আপনার সম্পদ। নিজের শক্তি সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। এই বিষয়টিই আমাকে এতগুলো বছর ধরে সফল রেখেছে।’
সূত্র: হিন্দুস্তান টাইমস








