চীনের কমিউনিস্ট পার্টি ও দেশটির সামরিক বাহিনী থেকে শীর্ষ নয় জন জেনারেলকে বরখাস্ত করা হয়েছে। গত কয়েক দশকের মধ্যে চীনে সামরিক বাহিনীর মধ্যে এটিই অন্যতম বড় অভিযান।
শনিবার (১৮ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, মারাত্মক আর্থিক অপরাধের জন্য ওই নয় জন সন্দেহের তালিকায় রয়েছেন।
এদের বেশিরভাগই তিন তারকা জেনারেল এবং পার্টির সিদ্ধান্ত নেয়ার ফোরাম- কেন্দ্রীয় কমিটির অংশ।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এই বরখাস্তকে দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক শুদ্ধিকরণের অংশ হিসেবেও এটি হতে পারে।
দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা ও নতুন সদস্যদের মধ্যে ভোটের জন্য দলটির কেন্দ্রীয় কমিটির পূর্নাঙ্গ অধিবেশনের আগেই জেনারেলদের বরখাস্তের ঘটনা ঘটেছে।









