সম্প্রতি চীনের বেশ কিছু অর্থনৈতিক সূচকের প্রতিবেদনে উঠে এসেছে, চীনের যুব বেকারত্বের হার ২০ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এনবিএস এক বিবৃতিতে জানিয়েছে, শহরে বেকারত্বের হার ৫ দশমিক ২ শতাংশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, চীনে ১৬ থেকেন ২০ বছর বয়সী যুবকদের বেকারত্বের হার বেড়েছে ২০ দশমিক ৮ শতাংশ। গত এপ্রিল মাসে এই বেকারত্বের হার ছিল ২০ দশমিক ৪ শতাংশ।
তবে চীনে শিল্প উৎপাদন বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ যা গত মে মাসে ছিল ৫ দশমিক ৬ শতাংশ। শিল্প কারখানাগুলো ধীরে ধীরে নিজের পূর্ণ ক্ষমতায় ফিরে এসেছে। খুচরা বিক্রয়, গৃহস্থালীর ব্যবহারের প্রধান সূচক গত মাসে ১২ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
চীনে মুদ্রাস্ফীতি শূন্যের কাছাকাছি থাকলেও অভ্যন্তরীণ চাহিদা কোভিড-পরবর্তী পুনরুদ্ধারকে বাধাগ্রস্থ করেছে।








