কোভিড নীতি নিয়ে সমালোচনা করায় চীন এক হাজারেরও বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট সরিয়ে নিয়েছে। যাদের রয়েছে লক্ষ লক্ষ ফলোয়ার।
রবিবার বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবো বলছে, চীনা কোভিড বিশেষজ্ঞদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করায় এই আ্যক্যাউন্টগুলো সরিয়ে নেওয়া হয়েছে। যদিও ওয়েইবো ঠিক কোন পোস্টগুলোর জন্য আ্যক্যাউন্ট সরিয়ে নিয়েছে তা নির্দিষ্টভাবে উল্লেখ করেনি।
ডিসেম্বর থেকে চীন শূন্য কোভিড নীতি বাতিল করে। দেশটিতে পুনরায় সংক্রমণ ও মৃত্যু দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
সম্প্রতি অনলাইন সমালোচনাসহ আরো কয়েকটি বিষয়ে চীন কঠোর দৃষ্টি দিয়েছে। যার মধ্যে রয়েছে লকডাউনসহ নাগরিকদের কয়েক সপ্তাহের জন্য বাড়িতে অবস্থান করানো।
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেওয়া অ্যাকাউন্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, আ্যক্যাউন্ট থেকে সম্প্রতি প্রকাশিত পোস্টগুলো এমন সব বিশেষজ্ঞদের লক্ষ্য করে লেখা হয়েছে, যারা সপ্তাহখানেক আগেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আকস্মিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
দেশটির জনপ্রিয় সিনা ওয়েইবো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলছে, তারা বিশেষজ্ঞ, পণ্ডিত এবং চিকিৎসা কর্মীদের উপর আক্রমণসহ ১২ হাজার ৮৫৪টি আইন লঙ্ঘনের ঘটনা চিহ্নিত করা হয়েছে। এছাড়াও এক হাজার ১২০টি অ্যাকাউন্টকে অস্থায়ী বা স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে।
ওয়েইবো এক বিবৃতিতে বলে, ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণকারী ব্যক্তিদের প্রতি অপমান করা, ব্যক্তিগত আক্রমণ বা মতামত প্রকাশ করা কোনভাবে গ্রহণযোগ্য নয়। এটি সমাজে দ্বন্দ্ব সৃষ্টি করে। সমাজের জন্য ধ্বংসাত্মক যে কোন ধরনের পদক্ষেপ গুরুত্বসহ পরিচালনা করবে ওয়েইবো।








