চলমান গুঞ্জনকে সত্যি করে সম্প্রতি দুই মাস নিখোঁজ থাকা প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে তার পদ থেকে অপসারণ করেছে চীন। তবে তাকে ঠিক কোন কারণে অপসারণ করা হয়েছে তার আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি চীন।
সিএনএন জানিয়েছে, গতকাল (২৪ অক্টোবর) স্থানীয় সময় মঙ্গলবার পিপলস রিপাবলিক অব চায়নার স্ট্যান্ডিং কমিটির ষষ্ঠ বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে স্টেট কাউন্সিলের সদস্যপদ ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে লি শাংফুর উত্তরসূরির নাম ঘোষণা করেনি কমিটি।
গত মার্চ মাসে চীনের প্রতিরক্ষামন্ত্রীর পদে নিযুক্ত হওয়া লি শাংফুকে আগস্টের শেষের দিক থেকে আর জনসমক্ষে দেখা যায়নি। বিষয়টি নিয়ে চীনে নানা রকম জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। ২০১৮ সালে চীনের অস্ত্র সংক্রান্ত বিষয়ের দায়িত্বে থাকা লি শাংফুকে রাশিয়ান অস্ত্র কেনার জন্য নিষেধাজ্ঞা জানায় যুক্তরাষ্ট্র। তখন নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা সচিবকে লি শাংফু সাথে বৈঠক করতে দেওয়া হবে না বলে জানায় চীন।
এদিকে আগামী ২৯ অক্টোবর চীনের রাজধানী বেইজিংয়ে বিভিন্ন দেশের প্রতিরক্ষামন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ে একটি সম্মেলন শুরু হতে যাচ্ছে। এই সম্মেলনে কে চীনের প্রতিনিধিত্ব করবেন তা এখনও জানা যায়নি। আগামী চার দিনের মধ্যে চীনের প্রতিরক্ষামন্ত্রীর পদ কাউকে দেওয়া না হলে, প্রতিরক্ষামন্ত্রী ছাড়াই সম্মেলনে অংশ নিতে হবে চীনকে।








