চীনের বেইজিংয়ে ১৯৫১ থেকে শৈত্যপ্রবাহ রেকর্ড শুরু হওয়ার পর সর্বোচ্চ শৈত্যপ্রবাহ রেকর্ড করেছে চীন।
বেইজিংয়ের নানজিয়াও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার ২৪ ডিসেম্বর বিকালে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা বেইজিংয়ে সর্বোচ্চ।
সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র বেইজিং ডেইলির মতে, গত ১১ ডিসেম্বর প্রথম তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যাওয়ার পর থেকে তাপমাত্রা ৩০০ ঘণ্টারও বেশি সময় ধরে তাপমাত্রার পরিবর্তন হয়নি।
চলতি মাসে চীনের অনেক অঞ্চলে শক্তিশালী শৈত্যপ্রবাহের জন্য উত্তর চীনের কিছু শহর তার সর্বনিম্ন তাপমাত্রায় আছে। সিএনএন এর প্রতিবেদন অনুসারে, তাপমাত্রায় হ্রাসের কারণে চীনের কেন্দ্রীয় প্রদেশ হেনানে একাধিক সিস্টেম অকার্যকর হয়ে পড়েছে।
চীনের অন্য দুটি শহর পুয়াং এবং পিংডিংশানে শুক্রবার থেকে বেশিরভাগ সরকারি ভবন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন হাসপাতাল, স্কুল এবং আবাসিক ভবনগুলোও তাপ প্রদান ব্যবস্থা কমে এসেছে।
শহরের পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত তুষারপাতে একটি ব্যস্ত মেট্রো লাইনে দুটি ট্রেনের সংঘর্ষের অনেক যাত্রী আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।








