চীন এক সাবেক ব্যাংকারের বিরুদ্ধে দুর্নীতি মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, চায়না হুয়ারং ইন্টারন্যাশনাল হোল্ডিংসের সাবেক জেনারেল ম্যানেজার বাই তিয়ানহুই ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে প্রকল্প অধিগ্রহণ ও অর্থায়নে সুবিধা দেওয়ার বিনিময়ে ১৫৬ মিলিয়ন ডলারের বেশি ঘুষ নেন।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
উত্তরাঞ্চলীয় তিয়ানজিনের আদালত ২০২৪ সালের মে মাসে তার মৃত্যুদণ্ড ঘোষণা করে, যা স্থগিত করা হয়নি। আপিলেও রায় বহাল থাকে। সুপ্রিম পিপলস কোর্ট জানায়, বাইয়ের অপরাধ অত্যন্ত গুরুতর এবং এতে রাষ্ট্র ও জনগণের স্বার্থ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার সকালে তিয়ানজিনে তাকে দণ্ড কার্যকর করা হয়। হুয়ারং গ্রুপে দুর্নীতির দায়ে আগেও কয়েকজন শীর্ষ কর্মকর্তা সাজা পেয়েছেন, যার মধ্যে সাবেক চেয়ারম্যান লাই শিয়াওমিনের মৃত্যুদণ্ডও রয়েছে।









