কুয়াংচৌতে গভীর সমুদ্র গবেষণা কেন্দ্র নির্মাণ শুরু করেছে চীন। এটি চরম সামুদ্রিক পরিবেশ ও টেকসই সামুদ্রিক সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সোমবার (৩ মার্চ) চীনের সংবাদমাধ্যম সিএমজি বাংলা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, চায়না একাডেমি অব সায়েন্সে এর অধীনে সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশানোলজি পরিচালিত কোল্ড-সিপ ইকোসিস্টেম গবেষণা কেন্দ্র আগামী পাঁচ বছরে নির্মাণ সম্পন্ন হবে। এটি সমুদ্রতলের একটি মানুষের বাস-উপযোগী গবেষণাগার স্থলভিত্তিক সিমুলেশন সিস্টেম নিয়ে তৈরি হবে।
কোল্ড-সিপ হলো সমুদ্রতলের এমন এলাকা, যেখানে ভূগর্ভ থেকে মিথেন ও অন্যান্য গ্যাস নির্গত হয়। সূর্যালোকবিহীন এসব অঞ্চলে বিশেষ প্রজাতির টিউব ওয়ার্ম, ঝিনুক ও বিরল প্রবাল বাস করে।
গবেষণা কেন্দ্রটি কোল্ড-সিপ বাস্তুসংস্থান কীভাবে তৈরি হয় তা দেখবে। সেই সঙ্গে চরম পরিবেশে জীবের অভিযোজন এবং মিথেন গ্যাসের প্রভাব নিয়েও কাজ করবে।
গবেষণাটি পানি খনিজ আহরণ, সামুদ্রিক প্রকৌশল ও পরিবেশগত পর্যবেক্ষণ প্রযুক্তির উন্নয়ন ঘটাবে।
প্রকল্পের প্রথম চার বছরের নির্মাণপর্ব ২০২৫ সালে শুরু হবে। ২০৩০ সালে এক বছরব্যাপী সমুদ্র গবেষণা চালানো হবে, যেখানে মিথেন নির্গমন পর্যবেক্ষণ ও গভীর সমুদ্র অভিযানের জীবন সহায়ক প্রযুক্তি পরীক্ষা করা হবে।









