লক্ষ্মীপুর রাগতি মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা আনুমানিক ৭-৮ বছর বয়সে শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) রামগতি উপজেলার বড়খেরি নৌ-পুলিশ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের পূর্বদিকে অবস্থিত আলেকজান্ডার মেঘনা নদী থেকে অজ্ঞাত শিশুর গলিত মরদেহটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
জেলা সদর থেকে প্রায় ৬০ কি.মি. দূরে অবস্থিত বড়খেরি ফাঁড়ি পুলিশের তদন্তকারী কর্মকর্তা এস আই এহসানুল হক জানিয়েছেন, মরদেহটিতে ইতোমধ্যে পচন ধরেছে। তিন-চার দিন আগে শিশুটির মৃত্যু হয়েছে। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। চেষ্টা চলছে তার পরিচয় উদ্ধারে। তার পরনে ছিলো একটি কালো প্যান্ট এবং সাদা গেঞ্জি।
সন্ধ্যায় জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল জানিয়েছেন, ময়না তদন্ত শেষে বিসেরা পরীক্ষার জন্য ঢাকা মহাখালী পাঠানো হবে। পরে ঘটনার কারণ জানা যাবে।









