কিশোরগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর রোজা মনি (৬) নামে এক শিশুর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুলাই) সকালে নিজ বাড়ির পেছনে একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রোজা মনি সদর উপজেলার মারিয়া ইউনিয়নের চরমারিয়া গ্রামের মোহাম্মদ সুমন মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ জুলাই বিকেলে বাড়ির সামনে রাস্তায় খেলা করছিল রোজা মনি। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবার ও স্থানীয়রা সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পায়নি।
শুক্রবার সকালে বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে গিয়ে এক স্থানীয় ব্যক্তি পঁচা গন্ধ অনুভব করেন। পরে খোঁজ নিয়ে পাটক্ষেতে শিশুটির অর্ধগলিত মরদেহ দেখতে পান তিনি। খবর পেয়ে স্থানীয়রা পুলিশে জানান। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
রোজা মনির ফুপাতো ভাই নাইম মিয়া বলেন, “নিখোঁজের পর আমরা দিনরাত খুঁজেছি, কোথাও পাইনি। আজ সকালে এমন খবর শুনে আমরা হতবাক।”
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।








