যুক্তরাজ্যে দিন দিন বাড়ছে শিশুদের ক্ষুধা ও দারিদ্রতা। দেশটিতে প্রতি বছর আগের তুলনায় অনেক বেশি শিশু মারা যাচ্ছে। শিশুরা উচ্চতায় খাটো, ক্ষুধা ও দারিদ্র্যের শিকার হচ্ছে।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, যুক্তরাজ্যে শিশুদের জীবন প্রতিনিয়ত বদলে যাচ্ছে। শিশুরা উচ্চতায় খাটো হয়ে যাচ্ছে। কয়েক বছর আগের তুলনায় তারা বেশি ক্ষুধার শিকার। সম্প্রতি বেড়েছে শিশু মৃত্যুর হার।
পূর্ব ইউরোপের বেশিরভাগ অংশে মাত্র ৭ বছরের শিশুরা এক তৃতীয়াংশ দারিদ্র্যের শিকার। শিশু দারিদ্র্য সবচেয়ে বেশি বেড়েছে যুক্তরাজ্যে। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাজ্যের একটি দরিদ্র পরিবার ইউরোপের অন্য একটি দেশের দরিদ্র পরিবার থেকেও বেশি দরিদ্র।
যুক্তরাজ্যের দারিদ্র্যের হারের কুফল ২০১০ সাল থেকে বর্তমান ৫ বছর বয়সি শিশুদের সার্বিক উচ্চতায় দেখা যায়। ১৯৯০ সালের একজন ৫ বছর বয়সী শিশু ১৯৮৫ সালে জন্মগ্রহণ করা শিশুদের পুষ্টি চাহিদাকে প্রভাবিত করেছে।
যুক্তরাজ্যের সব শিশুর মধ্যে প্রায় ৬ শতাংশ সাধারণ শিশুর তুলনায় ধনী পরিবারে বাস করে। এই ৬ শতাংশ শিশু এমন পরিবারে বাস করে যারা প্রতি বছর যুক্তরাজ্যের সব আয়ের এক তৃতীয়াংশ পায় এবং ব্যয় করে। এই ৬ শতাংশ শিশু সাধারণ নয় এবং দরিদ্রও নয়।
কিন্তু দেশটিতে প্রতি ৭ জন শিশুর মধ্যে ৪ জন দরিদ্র জীবনযাপন করে। বাকি ৩ জন কম সচ্ছল অবস্থায় আছে।









