জাতিসংঘের বিশ্লেষণ অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছে শুধু নারী ও শিশুরা। আলজাজিরার দেওয়া তথ্য মতে , জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি গত শুক্রবার বলেছেন, গাজা উপত্যকার বিভিন্ন আবাসিক ভবন ও বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেওয়া তাঁবুতে ইসরায়েলের ২২৪টি বিমান হামলা চালানোর ঘটনা নথিভুক্ত করেছে তার দপ্তর। মুখপাত্র আরও বলেন, এর মধ্যে ৩৬টি হামলার ঘটনায় নিহত ব্যক্তিদের বিষয়ে সংগৃহীত তথ্যে দেখা গেছে, তারা সবাই নারী ও শিশু।
জাতিসংঘের মানবাধিকার অফিস আরও সতর্ক করে বলেছে, ইসরাইলি উচ্ছেদের আদেশ বাড়ানোর ফলে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডের জায়গা কমে আসছে এবং মানুষকে ‘জোরপূর্বক স্থানান্তর’ করতে বাধ্য করছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধু ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ফেলার পর থেকেই মারা গেছেন ১ হাজার ৫৪২ জন।
বর্তমানে গাজায় ইসরায়েলি আগ্রাসনে মোট প্রাণহানি ৫০ হাজার ৯১২ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন অন্তত ১ লাখ ১৫ হাজার ৯৮১ জন। সরকারের গণমাধ্যম দপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা আসলে ৬১ হাজার ৭০০ এরও বেশি, কারণ ধ্বংসস্তূপের নিচে থাকা বহু মানুষ নিখোঁজ ও মৃত বলে ধারণা করা হচ্ছে।







