কিশোরগঞ্জে বাড়ির উঠোন থেকে মো. আরাফ নামে ১৯ মাস বয়সী এক শিশুর শিয়ালের কামড়ে মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরাফ একই এলাকার মো. লিংকন মিয়ার ছেলে।
জানা যায়, বুধবার সন্ধ্যায় ইফতারের পর পরিবারের সদস্য অন্য কাজে ব্যস্ত হলে এক ফাঁকে ঘর থেকে উঠানে চলে আসে শিশু আরাফ। এসময় একটি শিয়াল আরাফের গলায় কামড়ে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে যায়। ঘন্টাখানেক পর বাড়ির পাশে জঙ্গল থেকে আরাফের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
আরাফের দাদা লালু মিয়া বলেন, ইফতার শেষে ঘর থেকে বের হয়ে উঠানে খেলাধুলা করছিল আরাফ। হঠাৎ করে তাকে আর পাওয়া যাচ্ছে না। বাড়ির আশপাশে সকল জায়গায় খোঁজাখুঁজির পর এলাকার মসজিদে মাইকিং করা হয়। এ সময় একজন লোক খাইরুল ইসলামের জঙ্গলে বাচ্চাসহ একটি শিয়ালকে দেখতে পেয়ে সামনে যেতেই শিয়াল চলে যায়। পরে তার চিৎকারে আমরা সকলেই গিয়ে দেখি আরাফের গলায় কামড়ের দাগ। বুকের মধ্যে পায়ের নকের দাগ। তাকে সেখান থেকে দ্রুত উদ্ধার করে গ্রামের একটি ফার্মেসিতে নিয়ে গেলে ডাক্তার আরাফকে মৃত ঘোষণা করেন।
বৌলাই ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নারী সদস্য শারমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় শিশুটির পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।









