ভারতের উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী শনিবার রাজ্যের উধম সিং নগর জেলায় নিজে গ্রাম খাতিমায় একটি মাঠে ধান রোপণ এবং দুটি ষাড় দিয়ে জমিতে হাল চাষ করেছেন। এর মাধ্যমে তিনি কৃষকদের কঠোর পরিশ্রম ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।
শনিবার (৫ জুলাই) এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী মাঠ থেকে তোলা ছবি এক্স-এ পোস্ট করে লিখেন, পুরনো দিনের কথা ভুলিনি। খাতিমার নগরা তেরাই অঞ্চলে আমার জমিতে ধান রোপণ করে আমি পুরনো দিনগুলো মনে করলাম এবং কৃষকদের পরিশ্রম, ত্যাগ ও নিষ্ঠা অনুভব করলাম।
তিনি আরও জানান, খাদ্য উৎপাদনকারীরা কেবল অর্থনীতির মেরুদণ্ডই নন, তারা সংস্কৃতি ও ঐতিহ্যের বাহকও। কৃষিকাজে যে নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম রয়েছে, তা একজন কৃষককে না দেখলে বোঝা যায় না।
পুষ্কর ধামী, চাম্পাওয়াট নির্বাচনী এলাকার আগে দু’বার খাতিমা আসনে নির্বাচিত হয়েছিলেন। গত শুক্রবার (৪ জুলাই) খাতিমাতে যান তিনি। শনিবার সকালে গ্রামে নিজেদের ধানের ক্ষেতে হাল দেন এবং কৃষকদের সঙ্গে ধানের চারাও রোপন করেন।









