ভ্রান্ত তথ্যের বিরুদ্ধে লড়াই করতে এবং নৈতিক মান বজায় রেখে মিডিয়াকে সমর্থন করার জন্য একটি কার্যকর পদ্ধতি গড়ে তুলতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২ জুলাই) বাংলাদেশ ইউনেস্কোর প্রধান ড. সুসান ভাইজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেখা করতে গেলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।
ইউএনডিপি এবং ইউনেস্কোর যৌথভাবে প্রস্তুতকৃত “An Assessment of Bangladesh’s Media Landscape: Focusing on Free, Independent and Pluralistic Media” শীর্ষক প্রতিবেদন প্রকাশের আগে ইউনেস্কোর কর্মকর্তারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন।
প্রধান উপদেষ্টা বলেন, আমরা সত্যিই প্রতিবেদনের জন্য উন্মুখ।
প্রধান উপদেষ্টা বলেন, আমাদের প্রধান সমস্যা হচ্ছে ভুল তথ্য, ভুয়া খবর। এর কিছু ভুল তথ্য বাইরে বসবাসকারী মানুষ ছড়িয়ে দেয়; এর সাথে কিছু স্থানীয় মানুষ জড়িত। এটি একটি ক্রমাগত বোমা হামলা।’’









