শেখ হাসিনার আমলে সংঘটিত শাপলা চত্তরে প্রতিবাদকারীদের উপর ক্র্যাকডাউন, দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পর প্রতিবাদকারীদের বিরুদ্ধে পুলিশের নৃশংসতাসহ বছরের পর বছর ধরে বিচারবহির্ভূত হত্যাসহ সকল নৃশংসতাকে নথিভুক্ত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
রোববার (২ মার্চ) জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, এদেশের মানুষের উপর সংঘটিত সকল নৃশংসতার সঠিক ডকুমেন্টেশনের প্রয়োজন। এই ডকুমেন্টেশন না করা পর্যন্ত সত্য জানা এবং ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন।
রেসিডেন্ট কো-অর্ডিনেটর লুইস বলেন, এ বিষয়ে বাংলাদেশের মানুষকে কারিগরি সহায়তাসহ সকল ধরনের সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ। এটি সত্য অনুসন্ধান এবং প্রতিষ্ঠার প্রক্রিয়া।
বাংলাদেশে জুলাই ও আগস্ট ২০২৪ এর বিক্ষোভ সংক্রান্ত মানবাধিকার লঙ্ঘন ও অপব্যবহার সংক্রান্ত তথ্য অনুসন্ধানের প্রতিবেদনের জন্য প্রধান উপদেষ্টা জাতিসংঘকে ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ দেখে আমরা খুবই খুশি। সময় মতো চলে এসেছে। এটা সহজ কাজ ছিল না বলেও উল্লেখ করেন তিনি।









