আল জাজিরায় দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আল জাজিরায় দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যটি ভালোভাবে শুনতে অনুরোধ জানান প্রেস সচিব।
সোমবার ১৮ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এসময় পুলিশের একটি পরিসংখ্যান উল্লেখ করে প্রেস সচিব বলেন, গত বছরের অক্টোবরের তুলনায় এ বছরের অক্টোবরে এসে হত্যাকাণ্ডের ঘটনা কমেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।









