বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সরাসরি যুক্ত হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা, মারধর, হুমকি-ধামকি, এবং নির্যাতনের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে বিভাগের কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
ওই শিক্ষার্থীর নাম আবির উজ-জামান আবির। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন৷
বুধবার (২৮ আগষ্ট) সকালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জরুরি একাডেমিক সভায় তাকে বিভাগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারাদেশ ছিল আবিরের বিরুদ্ধে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. আশরাফুল আলম বলেন, তার (আবির) বিরুদ্ধে শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ আছে, তারা সেসব অভিযোগ দিয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় থেকে তাকে সাময়িক বহিষ্কারও করা হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা বিভাগে জরুরি একাডেমিক সভা ডেকে তাকে বিভাগের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে ক্লাস-পরীক্ষাসহ বিভাগের যাবতীয় কার্যক্রমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে না।
এর আগে বুধবার সকালে বিভাগের সকল ব্যাচের ক্লাস শুরু হলে ক্লাসে আসেন অভিযুক্ত শিক্ষার্থী আবির উজ-জামান৷ তাকে ক্লাসে দেখে বিভাগের সকল শিক্ষার্থী ক্লাস বর্জন করে তাকে বহিষ্কারের দাবিতে বিভাগের চেয়ারম্যানের কক্ষের সামনে অবস্থান নেন এবং বিভাগের চেয়ারম্যান আশরাফুল আলমকে অবরুদ্ধ করে রাখেন।
এরপর জরুরি একাডেমিক সভায় বসেন বিভাগের শিক্ষকরা। শিক্ষার্থীদের তোপের মুখে অভিযুক্ত শিক্ষার্থী আবিরকে বিভাগের সকল কার্যক্রম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। পরে চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষকদের সহায়তায় ক্যাম্পাস থেকে আবিরকে বের করে দেয়া হয়।









