বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কবি নজরুল সরকারী কলেজের শিক্ষার্থী শহীদ ইকরাম হোসেন কাউসার ও সোহরাওয়ার্দী সরকারী কলেজের শিক্ষার্থী শহীদ ওমর ফারুক হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য বিষয়ক উপ-সম্পাদক আজহারুল হক ফরাজীকে গ্রেপ্তার করেছে ডিএমপির সূত্রাপুর থানা পুলিশ।
শনিবার রাতে সূত্রাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
সূত্রাপুর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার আজহারুল হক ফরাজী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইকরাম ও ওমর ফারুক হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। ভুক্তভোগী ইকরাম ও ওমর ফারুক গত ১৯ জুলাই সকাল আনুমানিক ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সূত্রাপুর থানার কবি নজরুল সরকারী কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী সরকারী কলেজের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ গ্রহণ করে। ওই শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বিচারে গুলি চালায়। তাদের গুলিতে ইকরাম হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ওমর ফারুক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহত ওমর ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২০ আগস্ট বাদী নাসরিন বেগম নামের একজন সচেতন নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা করা হয়।
তালেবুর রহমান জানান, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে সূত্রাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা আজহারুল হক ফরাজীকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।









