রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ডে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (১২ জুলাই) বিকেল ৪.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে শহীদ মিনার সংলগ্ন সড়কে গিয়ে শেষ হয়।
সংগঠনটির মুখপাত্র নাদিয়া রহমান অন্বেষা বলেন, যুবদলের কর্মীরা এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করেছে৷ আমরা এর প্রতিবাদ জানাই৷ নতুন বাংলাদেশে কোনো নৃশংসতা, চাঁদাবাজি আমরা মেনে নেবো না৷ পুরাতন রাজনৈতিক সংস্কৃতি আমরা মেনে নেবো না। আপনারা যদি না শোধরান, তাহলে ক্ষমতায় আসার পর কতদিন টিকে থাকবেন, তা দেশের ছাত্র-জনতা ঠিক করে দিবে।
জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, মিটফোর্ডে নৃশংসভাবে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। কিন্তু শুধু পুরান ঢাকায় নয় চাঁদপুরে একজন ইমাম ও খুলনায় একজন যুবদল নেতাকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্যান্য রাজনৈতিক দলগুলো বিচারের কোন দাবি জানাচ্ছে না। আমরা বলতে চাই, জাতীয়তাবাদী দল বিএনপি ও ছাত্রদল সবসময় বিচারবহির্ভূত হত্যার বিপক্ষে। আমরা সাম্য, পারভেজ, সোহাগ হত্যা সহ সকল হত্যার বিচার চাই।
এর আগে, ১১ জুলাই রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে সন্ত্রাস বিরোধী ঐক্যের ব্যানারে মিটফোর্ডে সংগঠিত হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। এতে জাবি গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামি ছাত্রশিবির ও ক্যাম্পাসের অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয়।









