সময়ের বহুল আলোচিত হিন্দি ছবি ‘ছাভা’। যে ছবিটি মুক্তির আগে কেউ কল্পনাই করতে পারেনি যে, হিন্দি সিনেমার বক্স অফিসের ইতিহাসে হামলে পড়বে! আর এই অসম্ভবকেই সম্ভব করলো ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত এই ছবি!
ভারতীয় সিনেমায় এক অনন্য বক্স অফিস সাফল্য উপভোগ করে চলেছে ‘ছাভা’। এটি পঞ্চম সপ্তাহ শেষ করে একের পর এক নতুন মাইলফলক অর্জন করে চলেছে। শুধু ‘পুষ্পা ২’-কে পেছনে ফেলেনি, বরং বলিউডের ইতিহাসে ৩১তম দিনে সর্বোচ্চ আয় করা সিনেমা হয়ে উঠেছে!
রেকর্ড-ব্রেকিং পঞ্চম সপ্তাহান্ত-
হোলির উৎসব এই ঐতিহাসিক অ্যাকশন সিনেমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। পঞ্চম শুক্রবার এটি ৬.৭৫ কোটি টাকা সংগ্রহ করে, এরপর শনিবার আয় আরও বাড়িয়ে ৭.৬২ কোটি যোগ করেছে। ৩১তম দিনে এটি আরও ৭.৬৩ কোটি আয় করেছে। পঞ্চম সপ্তাহান্তের মোট আয় দাঁড়িয়েছে ২২ কোটি টাকা!
কোনও ভারতীয় হিন্দি সিনেমা এর আগে পঞ্চম সপ্তাহান্তে ২০ কোটি টাকা অতিক্রম করতে পারেনি, কিন্তু ভিকি কৌশল ও রাশমিকা মন্দান্নার ‘ছাভা’ অসম্ভবকে সম্ভব করেছে!
হিন্দি সিনেমার সর্বোচ্চ পঞ্চম সপ্তাহান্তের আয়-
ছাভা: ২২ কোটি
স্ত্রী ২: ১৬ কোটি
পুষ্পা ২ (হিন্দি): ১৪ কোটি
সর্বোচ্চ ৩১তম দিনের আয় বলিউডে-
ছাভা: ৭.৬৩ কোটি
উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক: ৫.৬৬ কোটি
স্ত্রী ২: ৫.৫৫ কোটি
পুষ্পা ২ (হিন্দি): ৫ কোটি
তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র: ৩.৪৫ কোটি
মোট বক্স অফিস আয়
৩১ দিনে ছাভা-এর মোট আয় দাঁড়িয়েছে ৫৬২.৩৮ কোটি টাকা। এটি এখন তৃতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমা। এর সামনে কেবল জওয়ান (৬৪০.৪২ কোটি) ও স্ত্রী ২ (৬২৭.৫০ কোটি) রয়েছে।
‘ছাভা’ একটি মারাঠি শব্দ, যার অর্থ হল সিংহ শাবক। মারাঠা জাতীয়তাবাদের নায়ক ছত্রপতি মহারাজ শিবাজীর পুত্র সম্ভাজী মহারাজকে বন্দি করার পর আওরঙ্গজেব কীভাবে অবর্ণনীয় অত্যাচার করে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন, সিনেমাটির মূল কাহিনি সেটা নিয়েই। এই ছবিটি মুক্তির পর তুমুল সমালোচনা তৈরী হয়। বলা হয় আওরঙ্গজেবকে ভিলেন হিসেবে নতুন করে আলোচনায় এনে রাজনৈতিক ফায়দা নিতেই এমন ছবি করা হয়েছে।









