আর মাত্র দুদিন! ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) মুক্তি পাচ্ছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ছাবা’। ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত ছবিটি অগ্রিম টিকেটে রীতিমত বিস্ময়ের জন্ম দিয়েছে!
ভ্যালেন্টাইনে মুক্তি পাওয়া প্রথম দিনের বক্স অফিসে সবচেয়ে বেশী আয় করা সিনেমার হাতছানিও আছে ভিকির! এরআগে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘গাল্লি বয়’ ভ্যালেন্টাইনে সবচেয়ে বেশী ওপেনিং দিয়েছিলো। প্রথম দিনে ছবিটির নেট সংগ্রহ ছিলো ১৯.৪০ কোটি!
এদিকে ঐতিহাসিক ছবি ‘ছাবা’রও আগাম বুকিংয়ে রেকর্ড গড়ল! শোনা যাচ্ছে, ৪৮ ঘণ্টার মধ্যেই স্রেফ ২ লাখ টিকেট বুক হয়ে গেছে। পর্দায় ইতিহাসের প্রেক্ষাপটে ভিকি, রাশমিকার রসায়ন দেখতে শুধুমাত্র পিভিআর, আইনক্সেই এত সংখ্যক আগাম টিকেট কেটে ফেলেছেন দর্শকরা।
ছত্রপতির জীবন নিয়ে বলিউডে তৈরি হয়েছে ‘ছাবা’। মূল চরিত্রে স্বয়ং ভিকি কৌশল। সম্প্রতি ‘জয় ভবানী’ ধ্বনিতে ‘ছাবা’র ট্রেলার প্রকাশ্যে এসেছে। আর সেখানেই ছত্রপতির তেজোদীপ্ত চরিত্র নিয়ে পর্দায় ভিকির আগমন আরও একবার তার অভিনয় প্রতিভার ঝলক দেখিয়েছে। ঘোড়দৌড় থেকে লাঠিখেলা– সব শিখে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন ঐতিহাসিক বীরের চরিত্র। মারাঠি মহারাজের চরিত্রে ভিকি কৌশল এককথায় দুর্ধর্ষ!
ইনস্টাগ্রামে ‘মহারাজকীয়’ ছবি পোস্ট করে আগাম টিকেট বুকিংয়ের খবর জানিয়েছেন ভিকি নিজেও। ঐতিহাসিক ছবিটি নিয়ে তার মন্তব্য– “শুরু হয়ে গিয়েছে আগাম টিকেট বুকিং। সবার সঙ্গে দেখা হচ্ছে ১৪ ফেব্রুয়ারি।”









