জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডের খেলা চলাকালীন মৃত্যুর কোল ঢলে পড়েছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তার আকস্মিক মৃত্যুতে তিন দিন শোকের পর মঙ্গলবার থেকে খেলা শুরু করেছে দাবা ফেডারেশন। এদিন দাবা বোর্ডে ফিরেছেন প্রয়াত জিয়াউর পুত্র ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।
গত শুক্রবার ১২তম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর মুখোমুখি হয়েছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের। ৩টায় শুরু হওয়া ম্যাচে প্রায় তিনঘণ্টা খেলেছিলেন। বিকেল ৫টা ৫২ মিনিটে লুটিয়ে পড়েন। প্রতিপক্ষসহ অনেকে এগিয়ে আসেন। দ্রুতই শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দাবা ফেডারেশন থেকে ৯ মিনিটের মধ্যে তাকে হাসপাতালে পৌঁছালেও আর ফেরানো যায়নি। বয়স হয়েছিল ৪৯ বছর।
জিয়াউরের মৃত্যুর কারণে ১২তম রাউন্ডে কয়েকটি বোর্ডের খেলা অসমাপ্ত ছিল। অসমাপ্ত বোর্ডের খেলা শুরু হয়েছে মঙ্গলবার। জিয়াউরের মৃত্যুর দিন তাহসিন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সঙ্গে খেলছিলেন। মঙ্গলবার পুনরায় শুরু হওয়া সেই খেলায় অংশগ্রহণ করেছেন তাহসিন। ৬ চাল পর তাহসিন-শাকিল সমঝোতার ড্র করেছেন।









