পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় সফর শেষে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে বাংলাদেশ। ড্রেসিংরুমের পরিবেশটাও দারুণ। ছন্দে থাকা বাংলাদেশের সামনে এবার ভারত। শক্তিমত্তায় এগিয়ে থাকা দলটির বিপক্ষে টিম টাইগার্সের কিছুটা চাপে থাকাই স্বাভাবিক! তবে পাকিস্তান সফরে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ভালো করতে চায় টাইগার বাহিনী।
বৃহস্পতিবার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় গড়াবে লড়াই। আগেরদিন ভালো করার আশারবাণী শুনিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
‘পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। যেটা বললেন, এটা আমাদের অনেক আত্মবিশ্বাস এনে দিয়েছে। এটা নতুন সিরিজ। ড্রেসিংরুমের বিশ্বাস, আমরা এখানেও খুব ভালো ক্রিকেট খেলতে পারব। আমরা ফল নিয়ে ভাবছি না। প্রক্রিয়াটা অনুসরণ করতে চাই।’
‘চাপ মনে হয় না, উপভোগ করি। আমরা সবাই এই চ্যালেঞ্জগুলো উপভোগ করি। এমন প্রতিপক্ষের সঙ্গে খেলতে অবশ্যই ভালো লাগা কাজ করে, নিজে ভালো খেললে ভালো লাগে, দল ভালো করলে দেশের জন্যও ভালো। বাড়তি চাপ মনে হয় না। প্রত্যেক খেলোয়াড় বিষয়টা অনেক উপভোগ করে।’
‘এ ধরনের সিরিজ যদি ভালো করতে পারি, প্রত্যেক দল আমাদের সঙ্গে বেশি বেশি খেলতে চাইবে। এটা অবশ্যই বড় সুযোগ, এখানে কত ভালো খেলতে পারি। আশা করব বাংলাদেশ যেভাবে টেস্ট খেলছে, সব দল আমাদের সঙ্গে খেলতে আগ্রহী হবে।’









