টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। তাতে আইপিএলে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংস জার্সিতে কাটার মাস্টারের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
নিলামে ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে চেন্নাইতে খেলছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। তার কাটার ও গতির বোলিং দলটির শক্তির জায়গা হিসেবে বিবেচিত হচ্ছে। ৩ ম্যাচে ১৫.১৪ গড়ে ৮.৮৩ ইকোনমি রেটে ৭ উইকেট নিয়ে ফিজ আসর সর্বাধিক উইকেট সংগ্রাহক এখন।
মোস্তাফিজের সম্ভাব্য অনুপস্থিতিতে সানরাইজার্সের বিপক্ষে শ্রীলঙ্কান স্পিনার মাহেশ থিকশানাকে ফেরাতে পারে চেন্নাই। ইংল্যান্ডের অফস্পিন অলরাউন্ডার মঈন আলীও দলটির আরেক বিদেশি বিকল্প।
চেন্নাই যদি মোস্তাফিজের পরিবর্তে স্থানীয় খেলোয়াড়কে নামায়, তাহলে চোট থেকে সেরে ওঠা মুকেশ চৌধুরী আবারও নামতে পারেন। মহারাষ্ট্রের বাঁহাতি পেসার, একাধিক চোটের কারণে ২০২২ সালের ডিসেম্বর থেকে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি।
চলতি বছরের ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর। এর আগে আইপিএলের ফাইনাল মাঠে গড়াবে ২৬মে।







