প্লে-অফে খেলা আগেই নিশ্চিত করেছিল গুজরাট টাইটান্স। লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারাতে পারলে শীর্ষে দুইয়ে থাকাটা নিশ্চিত হতো শুভমন গিলদের। তবে টেবিলের তলানিতে থাকা চেন্নাই শেষটা রাঙিয়েছে। গুজরাটকে ৮৩ রানে হারিয়ে আসর শেষ করেছে তারা।
আহমেদাবাদে টসে জিতে আগে ব্যাটে নামে চেন্নাই। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ২৩০ রান করে মাহেন্দ্র সিং ধোনির দল। জবাবে নেমে ১৮.৩ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় গুজরাটের ইনিংস। চেন্নাইয়ে কাছে হেরে ১৮ পয়েন্ট নিয়ে লিগপর্ব শেষ হলো গুজরাটের। এখনও শীর্ষে থাকলেও গুজরাটকে টপকানোর সুযোগ আছে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। দুদলই ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুইয়ে ও তিনে। আর ১৪ ম্যাচে ৪ জয়ে তলানিতে থেকেই শেষ চেন্নাইয়ের।
চেন্নাইয়ের ডেভন কনওয়ে ও ডেওয়াল্ড ব্রেভিস ফিফটি করেছেন। ৩৫ বলে ৫২ রান করেন কনওয়ে, ব্রেভিস ২৩ বলে ৫৭ রান করেন। এছাড়া আয়ুষ মহত্রী ১৭ বলে ৩৪ এবং রবীন্দ্র জাদেজা ১৮ বলে ২১ রান করেন।
গুজরাটের হয়ে প্রষিধ কৃষ্ণা দুই উইকেট নেন। সাই কিশোর, রশিদ খান ও শাহরুখ খান নেন একটি করে উইকেট।
জবাবে নেমে গুজরাট ব্যাটিং ব্যর্থতা দেখেছে। সর্বোচ্চ ৪১ রান আসে সাই সুদর্শনের ব্যাট থেকে। এছাড়া আরশাদ খান ২০ রান, শাহরুখ খান ১৯ রান, রাহুল তেওয়াতিয়া ১৪ রান এবং গিল ১৩ রান করেন।
চেন্নাই বোলারদের মধ্যে নূর আহমেদ ও আনশুল কাম্বোজ তিনটি করে উইকেট নেন। রবীন্দ্র জাদেজা নেন দুই উইকেট।









