গ্রাহাম পটারকে দায়িত্ব থেকে অপসারণের পর গত বৃহস্পতিবার চেলসির অন্তর্বর্তীকালীন কোচ হয়েছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। দ্বিতীয় দফায় দায়িত্বে ফিরে প্রথম পরীক্ষাতেই ব্যর্থ হয়েছেন তিনি। প্রিমিয়ার লিগের লড়াইয়ে উলভসের কাছে ১-০ গোলে হেরেছে ব্লুজবাহিনী।
স্বাগতিক উলভসের হয়ে জয়সূচক গোলটি করেছেন ম্যাথেউ নান্স। এই জয়ে এক ধাপ এগিয়ে টেবিলের ১২তে এসেছে ক্লাবটি। ৩০ ম্যাচে ৮ জয়ে উলভসের পয়েন্ট ৩১। সমান ম্যাচ খেলে ১০ জয়ে ৩৯ পয়েন্ট নিয়ে ১১তে চেলসি।
মলিনেক্স স্টেডিয়ামে ম্যাচ জুড়ে বল দখলে দাপট ছিল চেলসির। তবে কাজের কাজটি আর হয়নি। একের পর এক আক্রমণ করলেও মেলেনি গোলের দেখা। ৩১ মিনিটে উলভসকে এগিয়ে নেন ম্যাথেউ নান্স। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বিরতিতে যায় চেলসি।
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে প্রিমিয়ার লিগ জায়ান্ট দলটি। তবে উলভস রক্ষণ ভাঙ্গা আর সম্ভব হয়ে ওঠেনি। উলভসও পারেনি ব্যবধান বাড়াতে। ফলে ১-০ ব্যবধানে পরাজয় মেনে নিতে হয় চেলসির।








