প্রিমিয়ার লিগে নবম রাউন্ডে ব্রাইটনের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে ফুলহ্যামের বিপক্ষে শেষ মুহূর্তে প্রত্যাবর্তন করেছে নিউক্যাসল ইউনাইটেড। দিনের অন্য ম্যাচে ঘরের মাঠে সান্ডারল্যান্ডের কাছে হেরে বসেছে চেলসি।
ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাইটনের বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটে ম্যাথিউস কুনহার গোলে এগিয়া যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৪ মিনিটে ক্যাসেমিরো ব্যাবধান দ্বিগুণ করেন। ২-০তে লিডে থেকে বিরতিতে যায় দু দল। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ব্রায়ান এমবেউমো স্কোরবোর্ডে তৃতীয় গোল যোগ করেন। ৭৪ মিনিটে ব্রাইটনের হয়ে ডেনি ওয়েলবেক গোল করলে ব্যবধান কিছুটা কমে। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে চারালামবোস কোস্টৌলাস ব্রাইটনের হয়ে দ্বিতীয় গোলটি করেন। যোগ করা ৬ মিনিটে এমবেউমো আবারও গোল কর করলে ৪-২ গোলের জয় পায় রুবেন আমোরিমের শিষ্যরা।

দিনের অন্য ম্যাচে নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে ফুলহ্যামের বিপক্ষে ১৮ মিনিটে গোল করেন জ্যাকোব মারফি। পুরো প্রথমার্ধে আরও গোল না হলে নিউক্যাসল ১-০তে এগিয়ে বিরতিতে যায়। ম্যাচের ৫৬ মিনিটে ফুলহ্যামের হয়ে সাসা লুকিক গোল করলে ম্যাচ সমতায় ফিরে। ম্যাচের শেষ মিনিটে প্রত্যাবর্তন করে নিউক্যাসল। ব্রুনো গুইমারেস ৯০ মিনিটে বল জাল জড়ালে ২-১ গোলে জয় পায় নিউক্যাসল।

এদিকে দিনের আরেক ম্যাচে হেরে বসেছে চেলসি। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ৪ মিনিটে আলেজান্দ্রো গারনাচোর গোলে এগিয়ে যায় চেলসি, কিন্তু লিড আর ধরে রাখতে পারেনি ব্লুজরা। ২২ মিনিটে উইলসন ইসডোরের গোলে সমতায় ফিরে সান্ডারল্যান্ড। ৯০ মিনিট পর্যন্ত সমতায় থাকে দল দুটি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কেমসডাইন তালবি গোল করলে ২-১ গোলে হেরে যায় চেলসি। ম্যাচ জুড়ে ৬৯ শতাংশ বল দখলে রেখেও সুবিধা করতে পারেনি এনজো মারেস্কার শিষ্যরা।










