খবর বেরিয়েছিল, অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে দিলেও ১০৫ মিলিয়ন পাউন্ডে হোসে মরিনহোকে প্রস্তাব দিয়েছে চেলসি। এবার এসেছে ভিন্ন তথ্য। ইংলিশ ক্লাবটি রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে আবারো তাদের ডেরায় ফেরানোর কথা ভাবছে।
চেলসির মালিকরা লিয়ান নাগেলসম্যান, লুইস এনরিকে এবং মাউরিসিও পচেত্তিনোসহ ক্লাবের স্থায়ী কোচ হওয়ার জন্য সাতজন প্রার্থীকে বিবেচনা করছেন। ২০০৯-১১ সালে ব্লুদের দায়িত্বে থাকা অবস্থায় প্রিমিয়ার লিগ এবং এফএ কাপের শিরোপা জেতা আনচেলত্তিও সেই তালিকায় আছেন।
আনচেলত্তির ঘনিষ্ঠ সূত্রগুলো গণমাধ্যমকে বলেছে, চারবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ নাকি স্বীকার করেছেন তিনি রিয়ালে চাপের মধ্যে রয়েছেন। লা লিগায় টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে লস ব্লাঙ্কোসরা। এখনো ১১ ম্যাচ হাতে থাকলেও লিগ শিরোপা জয় তাই বেশ কঠিন।
আগামী বুধবার চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসির বিপক্ষে মাঠে নামবে রিয়াল। স্প্যানিশ জায়ান্টরা আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে ব্যর্থ হলে সান্তিয়াগো বার্নাব্যুতে আনচেলত্তির অবস্থান হুমকির মুখে পড়বে।
সম্প্রতি অবশ্য বার্সেলোনাকে ৪-০ ব্যবধানে হারিয়ে রিয়াল ডেল রে’র ফাইনাল নিশ্চিত করায় ৬৩ বর্ষী কোচের চাপ অনেকটা কমিয়েছে। সেই ম্যাচে ফলাফল থেকে অনুপ্রাণিত হয়ে চেলসি বাধা পার হওয়াই এখন রিয়ালের পরের লক্ষ্য।
সেমিফাইনালে লস ব্লাঙ্কোসরা গেলে বায়ার্ন মিউনিখ কিংবা ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে। তাই চাকরি বাঁচানোর লড়াইটা তার জন্য খুব সহজ হবে না। আর কোনো কারণে রিয়ালে চাকরি টেকাতে না পারলে তাকে দ্বিতীয় দফায় কোচ হিসেবে নিতে আগ্রহী চেলসি।







