ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ব্রাজিলীয় ক্লাব ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনাল উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। সদ্যই চেলসিতে যোগ দেয়া ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপে তৃতীয়বার মতো ফাইনালে উঠেছে সাবেক চ্যাম্পিয়ন চেলসি।
যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ফ্লুমিনেন্সের সঙ্গে ২-০তে জয় পেয়েছে চেলসি। ইংলিশ ক্লাবটি জয় পেলেও ম্যাচের শুরু থেকে সমান তালেই লড়েছে দুদল। আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত ছিল দুদলের রক্ষণভাগ।
ম্যাচের ১৮ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে পেদ্রোর বাঁকানো শটে এগিয়ে যায় চেলসি। এর দুই মিনিট পর সমতায় ফেরার সুযোগ আসে ফ্লুমেনিন্সের। ফাবিওর হেডার ঠেকিয়ে দেন চেলসির গোলরক্ষক মালো গুস্ত। এরপর দুদল মিলে আরও বেশ কিছু সুযোগ পেলেও সেগুলোতে সাফল্য আসেনি কারও। তাতে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি।
বিরতির পর মিনিট দশেকের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে চেলসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী এনজো ফের্নান্দেজের পাস থেকে থেকে বল পেয়ে প্রতিপক্ষের জাল ভেদ করে পেদ্রো। ম্যাচের দ্বিতীয়ার্ধে দুদল ভালো সুযোগ পেলেও সেটি কাজে লাগাতে ব্যর্থ হয়।
শৈশবের ক্লাবের বিপক্ষে দুগোল করেও কোন উৎযাপন করেননি পেদ্রো, দেখিয়েছেন সম্মান। শেষপর্যন্ত ২-০ গোলের জয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে ২০২১ সালে চ্যাম্পিয়ন চেলসি।
আসরের দ্বিতীয় সেমিফাইনলে বুধবার রাতে পিএসজির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই।









