অ্যাস্টন ভিলার কাছে অপ্রত্যাশিত হারের পর বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই জয়ে শীর্ষে থাকা আরও মজবুত করেছে মিকেল আর্তেতার দল। চেলসির বিপক্ষে বড় জয় পেয়ে ‘অবিশ্বাস্য’ বলছেন স্পেনিয়ার্ড কোচ।
এমিরেটসে লন্ডন ডার্বিতে চেলসিকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের চেয়ে বেশ এগিয়ে গেছে আর্সেনাল। গানারদের চেয়ে কম ম্যাচ খেলা সিটি ও লিভারপুল নিজেদের পরের একটি ম্যাচে হারলেই আবারও দারুণ জমে উঠবে লিগ শিরোপার লড়াই।
ম্যাচ শেষে ৪২ বর্ষী আর্তেতা বলেছেন, ‘পারফরম্যান্স অবশ্যই দুর্দান্ত ছিল। দলীয় ও ব্যক্তিগত, দুই ভাবেই দারুণ করেছে, যা অবিশ্বাস্য। দুর্দান্ত এই ম্যাচটা আমাদের আত্মবিশ্বাসের এবং নিজেদের বিশ্বাস ধরে রাখতে সাহায্য করবে।’
‘বড় দলের বিরুদ্ধেও আমরা এই পর্যায়ে কিছু করতে পারি। সুতরাং জয়টি উপভোগ করুন। আগামীকাল থেকে পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত হতে হবে, কারণ রোববার আমাদের আরও একটি বড় ম্যাচ রয়েছে।’
৩৪ ম্যাচে ২৪ জয় ও পাঁচ ড্রয়ে ৭৭ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে আছে আর্সেনাল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা লিভারপুল ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ৭৩ পয়েন্ট নিয়ে আছে তিনে। পেপ গার্দিওলার দল অবশ্য ম্যাচ খেলেছে ৩২টি।
টটেনহ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগের পরের ম্যাচে নামবে আর্সেনাল। বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচ।









