চট্টগ্রামে সাধারণত ব্যাটিংবান্ধব উইকেটে খেলা হলেও বাংলাদেশ দলকে এবার নামতে হবে সবুজ উইকেটের পরীক্ষায়। যেখানে শুরুর ১০ ওভার চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
তিন ম্যাচ সিরিজের দিবারাত্রির প্রথম ওয়ানডে বুধবার বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আফগানিস্তানের বৈচিত্র্যপূর্ণ স্পিন আক্রমণকে দমিয়ে রাখতেই যেন ঘাসের উইকেট দেয়া হচ্ছে স্বাগতিকদের। খেলা শুরু দুপুর ২টায়।
মিরপুরে একমাত্র টেস্টেও দেখা গেছে এমন চিত্র। তাতে বেশ সফলও হয়েছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে রেকর্ড রানের ব্যবধানে আফগানদের উড়িয়ে দিয়েছিল টিম টাইগার্স।
আফগানিস্তানের স্পিন প্রতিরোধের ভাবনা অমূলক নয়। কেননা রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমানরা রঙিন পোশাকের ক্রিকেটে ফিরছেন।
চোট থেকে ফেরা তামিম শতভাগ ফিট না হলেও প্রথম ওয়ানডে খেলবেন। ম্যাচ খেলেই বোঝার চেষ্টা করবেন কতটা সেরে উঠেছেন। সিরিজ শুরুর আগে উইকেট দেখে বাংলাদেশ অধিনায়ক বললেন উইকেট পরিস্থিতির কথা।
‘এখানকার উইকেট কিছুটা ভিন্ন। হালকা ঘাস রয়েছে। সাধারণত ব্যাটিংয়ের জন্য চট্টগ্রামের উইকেট বেশ ভালো হয়। প্রথম দশ ওভার দুই দলের জন্যই চ্যালেঞ্জিং থাকবে। ১০-১৫ ওভার সংগ্রাম করার পর মাঝের ওভারগুলো থেকে রান উঠবে।’








