কোটা সংস্কার আন্দোলনে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়। এরপরই জরুরি সিন্ডিকেট সভার সিন্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এর পরিপ্রেক্ষিতে হল খোলা রাখতে ভিসিকে আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৭ জুলাই) বেলা ১ টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল (১৮ জুলাই) সকাল ১০ টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়ায় হলেও শিক্ষার্থীরা হল ত্যাগ না করে নিজ ক্যাম্পাসেই অবস্থান করে এবং যথারীতি তাদের আন্দোলন চালিয়ে যায়।
আজ বেলা সাড়ে ৩ টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলার প্রাঙ্গণে জড়ো হয় শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করে আন্দোলনকারীরা।
পরবর্তীতে, আন্দোলনকারীরা ভিসি বাংলোর সামনে অবস্থান করে এবং হল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য ভিসিকে ৩০ মিনিটের আল্টিমেটাম দেয়। এসময়ে, ভিসি ভবনের সামনে ভুয়া ভুয়া স্লোগানও দিতে দেখা যায় শিক্ষার্থীদের।









