চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাংবাদিক সমিতির সদস্য ও ঢাকা স্টেট পত্রিকার সাংবাদিক দোস্ত মোহাম্মদের মুখে চায়ের কাপ ছুড়ে মারার ঘটনায় দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের হেলথ এন্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে প্রক্টর ও হেলথ এন্ড ডিসিপ্লিনারি কমিটির সদস্য সচিব নুরুল আজিম সিকদার বলেন, বহিষ্কার আদেশ আজ থেকে আগামী ছয়মাস পর্যন্ত বহাল থাকবে।
বহিষ্কৃতরা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ও আইন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী খালেদ মাসুদ এবং উপ-দপ্তর সম্পাদক ও সমাজতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আরাফাত রায়হান।
এদিকে ছয় মাসের বহিষ্কারকে লোক দেখানো বিচার দাবি করে চবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমাম ইমু বলেন, এটা বিচারের নামে প্রহসন। অপরাধীদের কাছে প্রশাসন জিম্মি বলে মনে হচ্ছে। এ ঘটনায় এটাই প্রমাণিত হলো, অপরাধীরা প্রশাসনের থেকেও ক্ষমতাশালী।







