অস্ট্রেলিয়ার হয়ে শেষবার মাঠে নেমেছিলেন ১৯৮০ সালে। পরে ব্যাট হাতে আর না নামলেও মাঠেই থেকেছেন, মাইক হাতে। ধারাভাষ্য দিয়েছেন সব মিলিয়ে ৪৫ বছর। সেই ক্যারিয়ারেরও ইতি টানলেন ইয়ান চ্যাপেল।
ধারাভাষ্য থেকে সরে যাওয়ার কথা সোমবার অস্ট্রেলিয়ান গণমাধ্যমে জানিয়েছেন ৭৮ বছর বয়সী চ্যাপেল। অজিদের সাবেক অধিনায়ক ধারাভাষ্য ও ক্রিকেট নিয়ে বিভিন্ন বিষয়ে খোলামেলা কথাও বলেছেন বিদায়বেলায়।
‘আমার মনে আছে সেদিনের কথা, যখন ক্রিকেট থেকে সরে গিয়েছিলাম। হঠাৎ ঘড়ি দেখলাম এবং ঘড়িতে তখন ৫টা ১১ বাজে। মনে মনে বললাম, আমার এখন যাওয়া উচিত।’
‘জীবনে সবসময় সহজ কাজগুলো খুঁজতাম। যখনই ধারাভাষ্যের ব্যাপারটা সামনে আসে, এটা নিয়ে অনেক চিন্তাভাবনা করি। কয়েক বছর আগে আমার একটা স্ট্রোক হয়। ভাগ্যক্রমে বেঁচে গেলেও তখন থেকে সবকিছু অনেক কঠিন হয়ে যায়।’
খেলোয়াড়ি জীবনে ৭৫ টেস্টে খেলেছেন চ্যাপেল। ৪২ গড়ে ৫,৩৪৫ রান করেছেন ডানহাতি ব্যাটার। ১৬টি ওয়ানডেতে ৬৭৩ রান করেছেন।
৩০ টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেয়া চ্যাপেল অজি চ্যানেল নাইনে ৩০ বছরের মতো ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করে ইতি বললেন।








