Site icon চ্যানেল আই অনলাইন

চাঁপাইনবাবগঞ্জে উপনির্বাচন: ভোটগ্রহণ হচ্ছে ইভিএমে

চাঁপাইনবাবগঞ্জ ২ ও ৩ সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ বুধবার সকাল সাড়ে ৮টা হতে। যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ হচ্ছে ইভিএমে।

চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনের উপ-নির্বাচনে ১৮০টি কেন্দ্রে এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে ১৭২টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ চলছে।

জানা গেছে, উপনির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর ১৮০০ জন সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়াও নির্বাচন সুষ্ঠু করতে ৩৩ জন ম্যাজিস্ট্রেট ও ১৩ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন।

৩টি উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল ও ভোলাহাট) আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ১ হাজার ১৭০ জন এবং নারী ভোটার ২ লক্ষ ৪ হাজার ২৮০জন।

এই আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৮০টি।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী সাবেক এমপি মুহা. জিয়াউর রহমান- নৌকা, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার- আপেল, খুরশিদ আলম বাচ্চু- মাথল, জাতীয় পার্টির আব্দুর রাজ্জাক- লাঙ্গল, জাকের পার্টির গোলাম মোস্তফা- গোলাপফুল, বিএনএফের নাবীউল ইসলাম- টেলিভিশন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে, ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ১১ হাজার ৪৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৫ হাজার ৮৮৩ জন এবং নারী ভোটার ২ লক্ষ ৫ হাজার ৬১২ জন।

এই আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৭২টি।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপেল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন আওয়ামী পরিবারের সন্তান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি সামিউল হক লিটন এবং বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্টের কামরুজ্জামান খাঁন টেলিভিশন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) ও ৩(সদর) সংসদীয় আসনের উপ-নির্বাচনের ইভিএম মেসিনসহ অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করেন সংশ্লিষ্ট সহকারী রিটার্ণিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।

উল্লেখ্য, বিএনপি নেতা হারুনুর রশিদ চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং আমিনুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদ হতে পদত্যাগ করায় আসন দুইটি শুন্য হয়।

Exit mobile version