বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) মিডিয়া কাপ ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে চ্যানেল আই। গত আসরের অপরাজিত চ্যাম্পিয়নরা ফাইনালে হারিয়েছে চ্যানেল টুয়েন্টিফোরকে। ফাইনালে দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরা হয়েছেন সুব্রত গাইন।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সোমবার ফাইনালে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টুয়েন্টিফোর। ২.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২ রানে অলআউট হয় তারা। জবাবে ২.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে শিরোপা জিতে নিয়েছে তরিকুল ইসলাম মাসুমের দল।
আগে ব্যাটে নেমে টুয়েন্টিফোরের ৩২ রানের মধ্যে সর্বোচ্চ ৮ রান করে করেন জহির সাগর ও রাফসান শুভ। ৫ রান করেন সজীব ও ৪ রান আসে তাহমিদের ব্যাট থেকে।
বল হাতে এক ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন সুব্রত গাইন। একটি করে উইকেট নেন সজীব দাস ও রাহুল রায়।
লক্ষ্যে নেমে শুরুটা দারুণ করেন চ্যানেল আইয়ের দুই ওপেনার নীলাদ্রি শেখর ও রাহুল রায়। নীলাদ্রি ২৭ রানে এবং রাহুলের ৭ রানে অপরাজিত থাকেন। সিরিজসেরার পুরস্কার জেতেন চ্যানেল টুয়েন্টিফোরের আদ দ্বীপ সজীব।
বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটের গত আসরেও চ্যাম্পিয়ন চ্যানেল আই। ফাইনালে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, ইফতেখার মিঠু ও ইসতিয়াক সাদেক। এ সময় উপস্থিত ছিলেন বিএসজেএ’র সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এসএম সুমন, সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের স্পোর্টর এডিটর সাইদুর রহমান শামীম এবং আয়োজক কমিটির সভাপতি রায়হান আল মুঘনী ও অন্যান্য সদস্যরা।
কালবেলাকে হারিয়ে এবারের আসরের যাত্রা শুরু করেছিল চ্যানেল আই। এরপর শেষ ষোলোর ম্যাচে বৈশাখী টেলিভিশনকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় দলটির। কোয়ার্টার ফাইনালে জাগো নিউজকে হারিয়ে সেমিফাইনালে উঠে তরিকুল ইসলাম মাসুমের দল। সেমিফাইনালে দৈনিক কালের কণ্ঠকে হারিয়ে ফাইনালে উঠেছিল চ্যানেল আই।









