Advertisements
ঐক্য ডটকম ডট বিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ-২০২৩ এর ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় অডিশন পর্ব হয়েছে। উৎসব মুখর পরিবেশে অডিশনে অংশ নেন কয়েক হাজার প্রতিযোগী। ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই সেরা কণ্ঠের মধ্য দিয়ে নতুন প্রজন্মের প্রতিভারা প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশা করেছেন সংশ্লিষ্টরা।






