বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত কুল-বিএসজেএ মিডিয়া কাপে কোয়ার্টার ফাইনালে উঠেছে চ্যানেল আই। শেষ ষোলোর খেলায় দৈনিক সমকালের বিপক্ষে নেমে ১-০ গোলে জিতেছে মিডিয়াপাড়ার জায়ান্ট দলটি। ম্যাচের একমাত্র গোলটি করেছেন সুব্রত গাইন।
কোয়ার্টার ফাইনালে ঢাকা ট্রিবিউনের মুখোমুখি হবে চ্যানেল আই। শেষ ষোলোর লড়াইয়ে ডেইলি স্টারকে হারিয়ে শেষ আটে খেলা নিশ্চিত করেছে তারা। ১-১ গোলে সমতায় নির্ধারিত সময় শেষের পর টাইব্রেকারে ডেইলি স্টারকে ৩-২ গোলে হারায় দলটি।
পুরো ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন চ্যানেল আইয়ের আবদুল্লাহ আল নওফেল হাদি। তার অ্যাসিস্টে ম্যাচের একমাত্র গোলটি করেন সুব্রত। জয়ে আসরে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখল চ্যানেল আই।
পল্টনের আউটার স্টেডিয়াম মাঠে খেলতে নেমে প্রথমার্ধ গোলশূন্য ড্র ছিল। প্রথমার্ধে চ্যানেল আইয়ের দুটি শট বারে লাগলে গোলবঞ্চিত হয় তরিকুল ইসলাম মাসুমের দল। তবে দ্বিতীয়ার্ধে ভুল করেননি মিলন-তপনরা। সমকালকে ১-০ গোলে হারিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেন তারা।
গ্রুপপর্বে নকআউট খেলার প্রথমদিনে দৈনিক ইত্তেফাককে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল ঐতিহ্যবাহী চ্যানেলটি। রাহুল রায়ের অ্যাস্টিস্টে গোল দুটি করেছিলেন স্ট্রাইকার মিলন মল্লিক।









