Advertisements
সাফ ফুটবলের শিরোপা জিতে ইতিহাস গড়া বাংলাদেশ নারী ফুটবল দলকে জমকালো সংবর্ধনা দিলো চ্যানেল আই। সাফল্য ও স্বপ্নের মেলবন্ধন হিসেবে কাজ করা লাল-সবুজের চ্যানেলে ভালোবাসায় সিক্ত হন সানজিদা-মারিয়া-রিতুপর্নারা। টানা দ্বিতীয়বার সাফের সেরা হওয়া সাবিনা খাতুনের দলকে এবার এশিয়কাপ ও বিশ্বকাপ নিয়ে স্বপ্ন দেখার তাগিদ দিয়েছেন, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।








