সুস্থ সংগীতের উৎকর্ষ সাধন-এই লক্ষ্যকে সামনে রেখে দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। দেশের সংগীত জগতের শিল্পী ও কলাকুশলীদের সম্মান জানাতে আবারো আয়োজিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সংগীতের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৪’।
আগামী ১৯ মে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠানের ১৯তম আসর। এবারের আসরে আজীবন সম্মাননাসহ ১৮টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। এবারের আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন দেশখ্যাত নজরুল সংগীতের গুণী শিল্পী ফেরদৌস আরা।
শনিবার (১০ মে) দুপুরে চ্যানেল আই স্টুডিওতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই-এর পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, উপস্থিত ছিলেন দেশখ্যাত নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, দেশবন্ধু ফুড এন্ড বেভারেজ লিমিটেড এর সিইও মোহম্মদ ইদ্রিসুর রহমান ও ঢাকা ব্যাংক পিএলসির অ্যাসিস্ট্যাট ভাইস প্রেসিডেন্ট এন্ড ইনচার্জ রায়হান কাউসার।
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৪- বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন খুরশীদ আলম, ফুয়াদ নাসের বাবু ও মেহরীন।
এদিন উপস্থিত সংবাদ সম্মেলনের বক্তব্যে চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, দেশের সুস্থধারার সংগীতকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। প্রতি বছরই খুব সুষ্ঠ ও সুন্দরভাবে এই আয়োজনটি অনুষ্ঠিত করে আসছে চ্যানেল আই। যদিও বর্তমান সময়ে আমরা নানান কঠিন সময় পার করছি কিন্তু তার পরেও এই আয়োজনটি সুন্দরভাবে পালনে ব্যতিক্রম হচ্ছে না।
এসময় তিনি শুদ্ধ সংস্কৃতির বিকাশে পৃষ্টপোষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
চ্যানেল আই-এর পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন তার বক্তব্যে বলেন, সংগীত আসলে মনের কথাটিই প্রকাশ করে, সংগীত আমাদের সামাজিক জীবনে, ব্যক্তি জীবনের পাশাপাশি সব ক্ষেত্রে অনেক বেশি প্রাধান্য পায়। আর চ্যানেল আই সর্ব ক্ষেত্রেই সংগীত, সংস্কৃতি, শিল্প, সাহিত্যকে সবার কাছে তুলে ধরতে নিয়োজিত থাকে। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস তেমনই একটি বিশেষ আয়োজন।
উক্ত আয়োজনে আরো বক্তব্য রাখেন সংগীতশিল্পী ফেরদৌস আরা। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৪ এ আজীবন সম্মাননা প্রসঙ্গে তিনি বলেন, “স্বীকৃতি পাওয়া বরাবরই খুব আনন্দের, আমার ক্ষেত্রেও যা ব্যতিক্রম না। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড সংগীতের নানা শাখার মানুষদের সম্মানিত করার মধ্য দিয়ে সংগীতাঙ্গনের সবাইকে উদ্দীপ্ত ও উজ্জীবিত করে। তারজন্য সংশ্লিষ্ট সবাইকে ভালোবাসা।”
ফেরদৌস আরা আরো বলেন,“যে দেশে সংস্কৃতি ও সংস্কৃতিজনকে প্রতিনিয়ত নানা প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যেতে হয়, সেখানে এই ধরনের সম্মাননা এই অঙ্গন ও অঙ্গনের মানুষদের এগিয়ে যাওয়ার প্রেরণা। এবার সেই আয়োজনে আমাকে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে, এই সম্মাননা আমার কাজের গতি আরও বাড়াবে মনে করছি।”
সংগীতের এই মহোৎসবটির ১৯তম আসরের প্রকল্প পরিচালক হিসেবে আছেন রাজু আলীম। তিনি তার বক্তব্যে চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-কে আমরা বলে থাকি সংগীতের মহোৎসব। এবার এই উৎসবে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ফ্যাশন শো।
আয়োজন সফল করতে যারা এই মহোৎসবের সাথে সামিল হয়েছেন, সবার কাছে কৃতজ্ঞতা জানান রাজু আলীম।









