টানা দ্বিতীয়বার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে এসেছে বাংলাদেশ। কাঠমান্ডুতে শিরোপামঞ্চে স্বাগতিক নেপালকে ২-১ ব্যবধানে হারায় লাল-সবুজের দল। টানা দুবার জয়ী অধিনায়ক সাবিনা খাতুন বললেন, বাংলাদেশের মেয়েরা যে যে খেলতে পারে, সেটাই করে দেখিয়েছেন নেপালে।
মঙ্গলবার সাফজয়ীদের নিয়ে আয়োজিত চ্যানেল আই’র বিশেষ ‘অভিনন্দন’ অনুষ্ঠানে অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে এমন বলেন সাবিনা। বলেছেন, ‘দল হয়ে বাংলাদেশের মেয়েরা খেলতে পারে, ফুটবল খেলতে পারে এবং দেখার মতো খেলতে পারে, সেটাই আমরা করে দেখিয়েছি।’
ফাইনালে বাংলাদেশের প্রথম গোলটা এসেছিল মনিকার পা থেকে। সেই গোলের পর ক্যারিয়ারে প্রথমবার নাকি সবচেয়ে বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সাবিনা। বললেন, ‘আমি ব্যক্তিগতভাবে ম্যাচে খুব একটা আবেগপ্রবণ হই না। তখন হয়েছি, যখন মনিকা গোলটা করেছে। ওটা হচ্ছে আমার ক্যারিয়ারে প্রথমবার যেকোনো গোলে এতটা আবেগপ্রবণ হয়েছি।’
প্রথমার্ধেই নেপাল সমতায় ফেরে। পরে অবশ্য ঋতুপর্ণা বাংলাদেশের জয়সূচক গোলটা করেন। সেসময় মাঠের অবস্থা নিয়ে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘মাথায় ছিল, খেলায় যেকোনো কিছু ঘটতে পারে। এটা আসলে খেলারই অংশ।’
‘লিটু স্যার, আমাদের কোচরা যারা ছিলেন- ওনারা সবসময়ই বলেন খেলায় যেকোনো সময়ে গোল হতে পারে। আমরা খেলোয়াড়রা যারা মাঠে নামি সবসময়ই বলি, খেলার দশ সেকেন্ডে গোল হতে পারে, নব্বই মিনিটের বেশি সময়ে গোল হতে পারে, হাফটাইম শেষ হওয়ার দশ সেকেন্ড আগে গোল হতে পারে। ফ্যাক্ট হচ্ছে, আমরা যাতে ওই জায়গাটা থেকে সরে না যাই। আমাদের এটাই ছিল যে, যেকোনো কিছু হোক আমরা আত্মবিশ্বাসী ছিলাম স্কোর হয়তো আমরা বের করতে পারবো। ফাইনালি তো দেখেছেনই, ঋতুপর্ণার গোলটাতে আমাদের জয়টা এসেছে। সবকিছু মিলিয়ে এটাই।’









