ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।
এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং শ্রমিকের ঈদ আনন্দ।
তারই ধারাবাহিকতায় ঈদের পঞ্চম দিনে চ্যানেল আইয়ে থাকছে যেসব অনুষ্ঠান:
সিনেমা
ঈদের ৫ম দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারে দেখা যাবে রাসেল আহমদ পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘ইস্টিশন’। এতে অভিনয় করেছেন রেহানা জলি, আমিন সরকার, তানভীর, আফ্রি সেলিনা প্রমুখ।
টেলিফিল্ম
এদিন ২টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘পাতার বাঁশি’। চিত্রনাট্য মুনতাহা বৃত্তা ও পরিচালনায় সাইদুর রহমান রাসেল। অভিনয়ে আরশ খান, তাসনোভা তিশা, সালাহউদ্দিন লাভলু, জয়রাজ প্রমুখ।
এদিন বিকেল ৪টা ৩০ মিনিটে দর্শক দেখতে পারবেন আরেক টেলিফিল্ম ‘মাই বিউটিফুল ওয়াইফ’। রচনা রাজিবুল ইসলাম রাজিব। পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে তামিম মৃধা, সারিকা সাবা প্রমুখ।
নাটক
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে’। রচনা মুরসালিন শুভ ও পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে নিলয়, রুকাইয়া জাহান চমক প্রমুখ।
নাটক ‘কব্জা’ দেখানো হবে রাত ৯টা ৩০ মিনিটে। রচনা মঞ্জুর মরু, পরিচালনায় রাকেশ বসু। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, শফিক খান দিলু, মুনিরা মিঠু প্রমুখ।
‘ছোট কাকু’র ৮ পর্বের সিরিজ
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রয়েছে শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর-এর ‘ছোট কাকু’ সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মানিকগঞ্জের মানিক প্যালেস’। বরাবরের মতো সিরিজটি নির্মাণের পাশাপাশি এবারও ‘ছোট কাকু’ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন।







