উৎসবে দর্শকদের আনন্দের মাত্রা বাড়াতে চ্যানেল আই সবসময়ই আয়োজন করে ব্যতিক্রমী অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় ঈদুল আযহাতেও থাকছে সিনেমা, নাটক, গানের বিভিন্ন অনুষ্ঠান।
এসবের মধ্যে থাকছে তারকা শো ‘ফান এন্ড গেম’, যেখানে অংশ নিয়েছেন জনপ্রিয় চার তারকা। তারা হলেন অপু বিশ্বাস, ববি, নিরব ও রোশান। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রাফসান সাবাব।
‘ফান এন্ড গেম’ পরিচালনা করছেন সোহেল রানা বিদ্যুৎ। তিনি বলেন, চ্যানেল আইয়ের পর্দায় ‘ফান এন্ড গেম’ প্রচার হবে ঈদের দিন রাত ১১টা ৩০ মিনিটে। শোতে তারকাদের প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের উপভোগ্যের হবে।
তিনি বলেন, শো-তে আলাদা আলাদা গেম শো, পারফর্ম ও আড্ডা। যে আড্ডায় রয়েছে তাদের অনেক অজানা ও মজার বিষয়। আশা করছি, ঈদে তারকাদের অংশগ্রহণে সবগুলো শো’র মধ্যে এই ফান এন্ড গেম শো অন্যরকম আনন্দ দেবে দর্শকদের।








