কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে চ্যানেল আই। শেষ ষোলের খেলায় এটিএন নিউজকে ৩-০ গোলে হারিয়েছে দলটি। দুই গোল করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মিলন মল্লিক।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্টিফিশিয়াল টার্ফে খেলার প্রথমার্ধে এগিয়ে যায় চ্যানেল আই। মিলনের পাস থেকে বল পেয়ে এটিএনের জালে বল জড়ান আবু তাহের। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় চ্যানেল আই।
দ্বিতীয়ার্ধে মাঝমাঠের পুরো নিয়ন্ত্রণ নিয়ে ছোট ছোট পাসে এটিএনের খেলোয়াড়দের নাস্তানাবুদ করে চ্যানেল আই। এরপর প্রথম গোলের দেখা পান মিলন। নির্ধারিত সময়ের খেলার শেষ মিনিটে তাহেরের অ্যাসিস্টে দ্বিতীয় গোলটি করেন মিলন। আগামীকাল একই মাঠে কোয়ার্টার ফাইনাল খেলবে চ্যানেল আই।
গ্রুপপর্বের প্রথম ম্যাচে গাজী টিভিকে ৩-১ গোলে হারিয়ে আসরে শুভ সূচনা করে চ্যানেল আই। ওই ম্যাচেও গোল করেছিলেন মিলন ও তাহের।








