সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সড়কে যানবাহন চলাচল, ট্রাফিক আইন ও শৃঙ্খলার উন্নয়নসহ সর্বোপরি পরিবেশের ভারসাম্য রেখে বন্যা ও দুর্যোগ মোকাবেলায় একসঙ্গে কাজ করবে দেশের বহুল প্রচারিত চ্যানেল আই এবং ওয়াটারএইড বাংলাদেশ।
এই লক্ষ্যে মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর তেঁজগায় চ্যানেল আই কার্যালয়ে একটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান এবং ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাসুদ চুক্তি স্বাক্ষর করেন।
এসময় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্বাহী পরিচালক অপারেশন হেলাল খান, সিনিয়র অনুষ্ঠান নির্মাতা স্বপ্না রেজাসহ সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন।

ওয়াটারএইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, বাংলাদেশের উন্নয়নে ওয়াটারএইড নিরবচ্ছিন্নভাবে কাজে করে চলেছে। এরই ধারাবাহিকতায় আগামী তিন বছরের জন্য চ্যানেল আইয়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে সেই উন্নয়ন কাজের ধারা আরও জোরদার করা হবে।
মূলত পরিবেশ রক্ষার মাধ্যমে এদেশের বন্যা ও খরার মতো নানা প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।
সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সড়কে যানবাহন চলাচলের জন্য জনগণকে ট্রাফিক আইন ও সড়কের শৃঙ্খলার বিষয়গুলো জীবনঘনিষ্ঠ তথ্য জানাতে কাজ করা হবে। সেভাবে অনুষ্ঠান পরিকল্পনা, নির্মাণ, আলোচনা অনুষ্ঠান আয়োজন এবং নীতি-নির্ধারণী পর্যায়ে বিষয়গুলোতে আরও কার্যকর উন্নয়নে ভূমিকা রাখতে চায় ওয়াটারএইড বাংলাদেশ।









