বলিউডে এবারের ঈদে একটি মাত্র সিনেমা মুক্তি পেয়েছে। নাম ‘চান্দু চ্যাম্পিয়ন’। কবীর খানের পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা কার্তিক আরিয়ান। ভারতে সিনেমাটির আয় ১১ দিনে ৫০ কোটি রুপি ছাড়িয়েছে।
গত ১৪ জুন ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ৩ হাজার ২০০ স্ক্রিনে সিনেমাটি মুক্তি দেওয়া হয়। এরপর থেকেই ধীরগতিতে এগোচ্ছে এটি। স্যাচনিল্ক ডটকমের তথ্যানুসারে, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ৪.৭৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে ৭ কোটি রুপি, তৃতীয় দিনে ৯.৭৫ কোটি রুপি।
ছবির গল্প তৈরি হয়েছে ভারতের প্রথম প্যারালিম্পিক গোল্ড মেডেলিস্ট মুরলিকান্ত পেটকারের জীবনের ওপর। যার চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। এজন্য ১৮ কেজি ওজন কমিয়েছেন। দীর্ঘ ৩ বছর প্রস্তুতি নিয়েছেন তিনি। তার লুক, পারফরম্যান্সের জন্য প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেতা।
সিনেমায় কার্তিক ছাড়াও আরো অভিনয় করেছেন ভুবন আরোরা, যশপাল শর্মা, বিজয় রাজ, অনিরুদ্ধ দাভে, পলক লালওয়ানির মতো তারকা।
সিনেমাটির নির্মাণ ও প্রচারে মোট ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি রুপি। এটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা।
সূত্র: হিন্দুস্তান টাইমস









