ভারতের চন্দ্রযান-৩ এর বিক্রম ল্যান্ডার আজ মহাকাশযানের প্রপালশন মডিউল থেকে আলাদা হবে। ২৩ আগস্ট ল্যান্ডার,রোভার, প্রজ্ঞান চাঁদে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। ভারতের চাঁদ মিশন চন্দ্রযান-৩ গতকাল তার পঞ্চম এবং চূড়ান্ত চন্দ্রগামী কক্ষপথ প্রদক্ষিণ সফলভাবে সম্পন্ন করেছে। এই প্রক্রিয়া মহাকাশযানটিকে চাঁদের পৃষ্ঠের আরও কাছাকাছি নিয়ে এসেছে।
গত ১৪ জুলাই চন্দ্রযান-৩ ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এলভিএম৩ রকেটের মাধ্যমে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল। ৫ আগস্ট মহাকাশযানটি চন্দ্রের কক্ষপথে প্রবেশ করেছিল এবং ২৩ আগস্ট চাঁদে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
বুধবার ১৬ আগস্ট আইএসআরও সফলভাবে চন্দ্রযান-৩ মহাকাশযানটিকে চাঁদের চারপাশে ১৫৩ কিলোমিটার বাই ১৬৩ কিলোমিটারের একটি বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হয়েছে।
বিক্রম ল্যান্ডার মহাকাশযান থেকে আলাদা হয়ে যাওয়ার পর, প্রপালশন মডিউল একই কক্ষপথে যাত্রা চালিয়ে যাবে। তারপর ২৩ আগস্ট, বিক্রম ল্যান্ডারটি চাঁদের পৃষ্ঠে অবতরণের চেষ্টা করবে।








