চাঁদপুরের আলোচিত সাবেক মৃত চেয়ারম্যান সেলিম খানের হারিয়ে যাওয়া পিস্তল উদ্ধার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সাপদি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র উদ্ধার করা হয়। এসময় একটি ৯ এম.এম পিস্তল, একটি ম্যাগাজিনসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।
পুলিশ সুপার বলেন, গত ৫ আগস্ট সেলিম খানের মৃত্যুর পর তার লাইসেন্সকৃত পিস্তল হারিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, বালিয়া ইউনিয়নের সাপদি এলাকা নোয়ারাজা জমাদার বাড়ির বাঁশবাগানে সেই হারিয়ে যাওয়া অস্ত্রটি রয়েছে। পরে আমরা সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হই। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় ২১ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর উল্লিখিত পিস্তল উদ্ধারকৃত এলাকায় গণপিটুনিতে মারা যান লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে শান্ত খান। ওই সময়ে তাদের সঙ্গে থাকা একটি শটগান থানায় জমা হলেও পিস্তলটি উদ্ধার হয়নি।









